Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

বহিঃবিভাগ

সাপ্তাহিক ছুটির দিন ব্যতিত সকাল ৮টা হইতে ২.৩০ মিনিট পর্যন্ত বহিঃবিভাগে রোগীর চিকিৎসা প্রদান।
শিশু, মহিলা ও পুরুষ রোগীর জন্য নির্দিষ্ট কক্ষে রোগীর চিকিৎসা প্রদান।

সুচিকিৎসার স্বার্থে রোগীকে অন্তঃবিভাগে ভর্তির জন্য পরামর্শ প্রদান।

প্রসুতি রোগীর এন্টিন্যাটাল ও পোষ্ট ন্যাটাল সেবা প্রদান।

ও,আর,টি কর্ণারে ও ডায়ারিয়া রোগীর সেবা প্রদান।

ব্রেষ্ট ফিডিং কর্ণারে নবজাতকের বুকের দুগ্ধ দানের প্রয়োজনীয় পরামর্শ প্রদান।

বহিঃবিভাগে বিদ্যমান সুযোগ সুবিধা অনুযায়ী সকল ধরণের চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান।

সরবরাহ সাপেক্ষে ঔষধ সমুহ বিনামুল্যে প্রদান, তবে চিকিৎসার প্রয়োজনে কোন কোন ঔষধ কেন্দ্রের বাহির হইতে সেবা গ্রহীতাকে ক্রয় করার পরামর্শ প্রদান।

চিকিৎসার প্রয়োজনে বিনামুল্যে রক্ত,মল,মুত্র ও কফ পরীক্ষা এবং নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে এক্স-রে সুবিধা প্রদান।

ইপিআই (টিকাদান) সেবা প্রদান।

 

জরুরী বিভাগ

দিবা রাত্রি ২৪ ঘন্টা জরুরী বিভাগে রোগীর তাৎক্ষনিক নিরাময়মুলক সেবা প্রদান।

রোগীকে অন্তঃবিভাগে ভর্তির পরামর্শ প্রদান ।

উন্নততর চিকিৎসার জন্য রোগীকে উচ্চতর হাসপাতালে রেফারের ব্যবস্থা গ্রহন।

২৪ ঘন্টা রোগী পরিবহনের জন্য সরকারী নীতিমালায় আওতায় এ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান।

 

অন্তঃ বিভাগ

নিরাময়মুলক সার্বক্ষনিক চিকিৎসা সেবা প্রদান।

বিদ্যমান অনুমোদন সাপেক্ষে রোগীকে শয্যা ‍ও বিনামুল্যে পথ্য প্রদান।

২৪ ঘন্টায় নরমাল ডেলিভারী সেবা প্রদান।

সযোগ সুবিধা সাপেক্ষ সিজারিয়ান অপারেশনের সেবা প্রদান।

বিদ্যমান সুযোগ সুবিধা অনুযায়ী সাধারন ও মেজর অপারেশন এর সেবা প্রদান।

নবজাতকের প্রয়োজনীয় সেবা প্রদান ও মায়ের বুকের দুগ্ধ পানের জন্য প্রসুতিকে উদ্বুদ্ধ করণ।

সরবরাহ সাপেক্ষে ঔষধ সমুহ বিনামুল্যে প্রদান, তবে চিকিৎসার প্রয়োজনে কোন কোন ঔষধ কেন্দ্রের বাহির হইতে সেবা গ্রহীতাকে ক্রয় করার পরামর্শ প্রদান।

চিকিৎসার প্রয়োজনে বিনামুল্যে রক্ত,মল,মুত্র ও কফ পরীক্ষা এবং নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে এক্স-রে ও ইসিজি-র সুবিধা প্রদান।

জটিল অসুস্থ রোগীকে উচ্চতর হাসপাতালে রেফারের ব্যবস্থা গ্রহন।

রোগীকে নিয়মিত স্বাস্থ্য শিক্ষা প্রদান।

নবজাতকের জন্মের পর হতেই পোলিও ও বিসিজি টিকা প্রদান।

 

ইপিআই বিভাগ

প্রত্যহ ০-১ বছর বয়সী শিশুদের ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টংকার,হাম,পোলিও,যক্ষা ও হেপাটা্ইটিস-বি, হিব রোগের প্রতিষেধক টিকা প্রদান।

প্রত্যহ ১৫-৪৯ বছর বয়সী মহিলাদের সিডিউল মোতাবেক টিটি ৫ ডোজ ধনুষ্টংকার টিকা প্রদান।

টিবি লেপ্রোসি,কালাজ্বর,আর্সেনিক ও ফাইলেরিয়াসিস নিরাময় প্রকল্প।

 

মাঠ পর্যায়ে সেবা

ইপিআ্ই কর্মসুচীর আওতায় ৮টি রোগের প্রতিষেধক টিকা প্রদান।

রোগ সনাক্তকরণ ও ব্যবস্থা গ্রহন।

মা  ও শিশু স্বাস্থ্য ভিত্তিক পরিবার পরিকল্পনা সেবা প্রদান

স্বাস্থ্য শিক্ষা প্রদান।

বিদ্যালয় ভিত্তিক স্বাস্থ্য শিক্ষা প্রদান ।

দুর্যোগ ও মহামারীতে মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান।

কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সেবা প্রদান।